মূল পাতা আন্তর্জাতিক এশিয়া এক বছরে ৫৮ বিলিয়ন ডলার রিজার্ভ বাড়িয়েছে ভারত
রহমত নিউজ 01 January, 2024 08:22 PM
গেল বছর ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়েছে ৫৮ বিলিয়ন ডলার। গত ২২ ডিসেম্বর শেষ সপ্তাহে রিজার্ভ ৪ দশমিক ৪৭১ বিলিয়ন বেড়ে বৈদেশিক মুদ্রার মোট মজুত ৬২০ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বৈদেশিক মুদ্রার মজুত ৫৪৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে এই সপ্তাহেই ১০২ মিলিয়ন বা ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যমানের সোনা মজুত কমেছে ভারতের।
চলতি বছরের এপ্রিল-নভেম্বর সময়ে ভারতের রপ্তানি কমলেও আরবিআইয়ের বিভিন্ন উদ্যোগের কারণে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
ভারত আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে রাশিয়া ও ভেনেজুয়েলার মতো দেশ থেকে জ্বালানি তেল কিনছে। ভারতকে জ্বালানি চাহিদার ৮৫ ভাগই আমদানি করতে হয়, ফলে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে তেল আমদানি করায় দেশটি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা বাঁচাতে পেরেছে।
এছাড়াও ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ২০২২ সাল থেকে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য করার তোড়জোড় শুরু করেছে, যদিও তার আগে থেকেই ভারত বেশ কয়েকটি দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করছে। আরও বেশি দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার কারণে মুদ্রা বিনিময়হারজনিত ক্ষতি তারা কমাতে পেরেছে।
বাংলাদেশসহ মোট ১৯টি দেশের সঙ্গে রুপিতে লেনদেন করছে ভারত। অন্য দেশগুলোর মধ্যে ইরান, ইরাক, কুয়েত, ওমান, আফগানিস্তান, বাহরাইন, কিউবা, মিসর, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা রয়েছে।